সিলেটে গৃহবধু ধর্ষণ, প্রধান আসামি সাইফুরসহ দুইজন গ্রেপ্তার

ক্রাইমবাতা রিপোট:  সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধু গণ ধর্ষণের ঘটনায় প্রধান আসামি সাইফুর ও তার সহযোগি অর্জুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে সাইফুরকে ছাতক ও অর্জুনকে হবিগঞ্জের মাধবপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়- শুক্রবার এমসির ক্যাম্পাসে গৃহবধু ধর্ষণের ঘটনার পরপরই আসামি সিলেট থেকে পালিয়ে যায়। পরে গোপন তথ্যের ভিত্তিতে রোববার সকালে ছাতকের ফেরীঘাট এলাকা থেকে প্রধান আসামি সাইফুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

এদিকে- সিলেট জেলা গোয়েন্দা পুলিশের একটি দল হবিগঞ্জের মাধবপুরের মনতলা থেকে ধর্ষণ মামলার আসামি অর্জুন লস্কর। সকালে গ্রেপ্তারের পর তাকে নিয়ে আসা হয় সিলেট জেলা পুলিশের কার্যালয়ে। দুপুরে অর্জুনকে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে দুপুরে সিলেট এমসির ফটকের সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের ব্যানারে বিক্ষোভ হয়েছে।

এ সময় সিলেট জেলা ছাত্রলীগের নেতারা ঘটনাকারী ছাত্রলীগ কর্মী এবং তাদের মদদদাতাদের গ্রেপ্তারের দাবি জানান।

তারা বলেন- মদদদাতাদের প্রশ্রয়ের কারনে এমসির ছাত্রাবাস দখলে নিয়ে ন্যাক্কারজনক এ ঘটনা ঘটিয়েছে ছাত্রলীগের কর্মীরা।

Check Also

গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু ‘হত্যাকাণ্ড’

প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।