সাতক্ষীরায় গলায় চকলেট আটকিয়ে ৭ বছরের শিশু কন্যা জান্নাতের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। শনিবার বেলা ১টায় সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকায় এ ঘটনা ঘটে। সে মুনজিত গ্রামের জাকির হোসেনের বড় কন্যা।
স্থানীয়রা জানান , বেলা ১১টার দিকে শিশু জান্নাত ও তার ছোট বোনকে পাশ্ববর্তী দোকানে নিয়ে যান তাদের দাদী। দোকান থেকে দুটি চকলেট কিনে দেন। চকলেট ভেঙে তারা খাওয়া শুরু করে। এদিকে চকলেট কিনে দিয়ে দাদী বাড়ির দিকে আসতে থাকলে শিশু জন্নাত দ্রুত দাদীর পিছনে ছুটতে গিয়ে রাস্তায় পড়ে যায়। এ সময় গালে থাকা চকলেট গলায় আটকিয়ে তার শ্বাস বন্ধ হয়ে যায়। স্থানীয়রা তাকে দ্রুত পাশ্ববর্তী মা ও শিশু হাসপাতালে(ম্যাটানিটি)তে নিয়ে গেয়ে সেখানে থাকা চিকিৎসক তার গলায় চকলেট আটকিয়ে গেছে বলে জানান। সে সময় দ্রুত সদর হাসপাতালে নেওয়ার পথে জান্নাতের মৃত্যু হয়। শিশু জন্নাতের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Check Also
সাতক্ষীরায় ২০তম কবিতা উৎসবে সাম্যের সুর
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ২০তম কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। কবিতা পরিষদ, সাতক্ষীরার আয়োজনে ২০ ডিসেম্বর সকাল …