পেনাল্টি মিসের পর হিগুয়েনের ঝগড়া

পেনাল্টি মিস করলেন। এরপর প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে করলেন ঝগড়া। ইন্টার মিয়ামিতে অভিষেকেই বিতর্কে জড়ালেন গঞ্জালো হিগুয়েন। গ্রীষ্মকালীন দলবদলে জুভেন্টাস ছেড়ে যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারের (এমএলএস) দল ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন এই আর্জেন্টাইন। রোববার ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে অভিষেক হয় তার। ম্যাচে ৩-০ গোলে হারে হিগুয়েনের দল ইন্টার মিয়ামি।
২০তম মিনিটে হিগুয়েনের বাইসাইকেল কিক আঘাত হানে পোস্টে। দল ২-০তে পিছিয়ে পড়ার পর ৭৭তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু বল পারেন গোল পোস্টের উপর দিয়ে।

এ সময় প্রতিপক্ষের এক খেলোয়াড় উচ্ছ্বাস করলে কয়েকজনের সঙ্গে ঝগড়া বেঁধে যায় হিগুয়েনের।

Check Also

জ্ঞান ফিরেছে তামিমের

অবশেষে আশার আলো— হার্ট অ্যাটাকে লাইফ সাপোর্টে থাকা জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের জ্ঞান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।