আদালতের কর্মচারীদের সভায় সিনিয়র জেলা জজ শেখ মফিজুর রহমান ॥ গরীব মানুষের ব্যাপারে আন্তরিক হতে হবে

স্টাফ রিপোর্টার ॥ আদালতের কর্মচারীদের উদ্দেশ্যে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, সাতক্ষীরা জেলা কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেন, লিগ্যাল এইডের মামলায় সর্বোচ্চ দরদ প্রদর্শন করবেন, সমাজের যারা অসহায় গরীব মানুষ কেবলমাত্র তারাই লিগ্যাল এইডের মাধ্যমে মামলা পরিচালনার জন্য আবেদন করেন এবং সরকার তাদেরকে মামলা পরিচালনার খরচ দিয়ে থাকেন। আপনারা গরীব মানুষের ব্যাপারে বেশী আন্তরিকতা দেখাবেন। তারা যেন ন্যায় বিচার পায়, দ্রুত বিচার পায়, আদালতের সহায়ক কর্মচারী হিসাবে সেদিকে লক্ষ্য রাখতে হবে। গতকাল বিকাল ৪টায় আদালতের কর্মচারীবৃন্দের অংশগ্রহনে জেলা ও মাঠ পর্যায়ে আইনগত সহায়তা প্রদান কর্মসূচীর অগ্রগতি বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে উইমেন জব ক্রিয়েশন সেন্টার তালা, সাতক্ষীরার সহযোগিতায় এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে ও ইউএসএইডি’র প্রোমোটিং পিস এন্ড জাস্টিস পিপিজে, সাতক্ষীরার অর্থায়নে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ূন কবীর। এছাড়া বক্তব্য রাখেন জজ কোর্টের প্রশাসনিক কর্মকর্তা আবু সুফিয়ান, জেলা জজ আদালতের পেশকার টিটু মল্লিক, নারী-শিশু আদালতের পেশকার মোঃ খলিলুর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জেপি মোঃ ইদ্রীস আলী, নাজির মোঃ ইসমাইল হোসেন, পেশকার গোপাল চন্দ্র পাল, রেজাউল ইসলাম, শহিদুল ইসলাম প্রমূখ। এছাড়া সভায় বে-সরকারী সংস্থা প্রোমোটিং পিস এ- জাস্টিস প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মোঃ ইউনুছ আলী, ফাইনান্স অফিসার সন্ধাবালা ঘোষ ও প্রোগ্রাম অফিসার শেখ রাজিব কামাল উপস্থিত ছিলেন। সমগ্র সভাটি পরিচালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সালমা আক্তার।

Check Also

এমপি জগলুলের ভাই জহিরুল হায়দার বাবু গ্রেফতার

সাতক্ষীরার শ্যামনগর ইউনিয়ন পরিষদের সাবেক (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি এস এম জরুহুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।