সাতক্ষীরার আশাশুনির খাজরায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাপসন্ডা বাজারের খাজরা ইউনিয়ন আওয়ামী লীগের অফিস দখলের চেষ্টায় দুই পক্ষের সংঘর্ষ  ভাংচুর ও বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে কমবেশি ৫ জন আহত হয়েছে। সোমবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটে। বর্তমানে উক্ত স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। স্থানীয়রা জানান, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী নিয়ে হত্যা
মামলার আসামী বর্তমান চেয়ারম্যান পলাতক শাহনেয়াজ ডালিম সমর্থক ও প্রতিপক্ষ গ্রুপের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান রুহুল
কুদ্দুস সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছিল। সকালে একটি মৎস্য ঘের লুটেরপর উত্তেজনা আরও বাড়ে। এরই জেরধরে সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুসের সমার্থক আব্দুর রউফের নেতৃত্বে ২৫/৩০ জন বিকালে ইউনিয়ন আওয়ামী লীগের অফিস ও পাশের একটি মোটর সাইকেল গ্যারেজ ভাঙচুর করে। এই ভাংচুর প্রতিহত করতে চেয়ারম্যান ডালিমের সমার্থক রমজান গ্রুপ এগিয়ে আসলে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবীর রাতে জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ মোতায়েন আছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে ।

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।