সাতক্ষীরায় আওয়ামীলীগের উদ্যোগে জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উৎযাপিত

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামীলীগ এর সভাপতি, প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামীলীগের আহবানে দোয়া মাহফিল, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে জেলা মহিলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. ফরিদা আক্তার বানু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর জ্যোৎ¯œা আরা’র সার্বিক ব্যবস্থাপনায় ও পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার চীফ এডিটর শেখ তহিদুর রহমান ডাবলু, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাহানা মুহিদ বুলু, ইসমত আরা, যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা রানী দাস, রোখসানা পারভীন, সাংগঠনিক সম্পাদক মাহফুজা রুবি, রওশনারা রুবি, শাকিলা ইসলাম জুঁই, সোনিয়া পারভীন শাপলা, রুমা রানী, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম সিম্মি, নির্বাহী সদস্য শিমুন শামস্, মমতাজ বেগম, তৈয়েবা, রেবেকা পারভীন রিক্তা, লিমা প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রওশনরা রুবি । এসময় জেলা মহিলা আওয়ামী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।