স্টাফ রিপোর্টার: আশাশুনির প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার প্রতাপনগর তালতলা বাজার চৌরাস্ত মোড়ে ভুক্তভোগী এলাকাবাসীর আয়োজনে এ দীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আ’লীগ সদস্য আক্তার হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন-উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক বাবুল রেজা, মুক্তিযোদ্ধা সন্তান গাজী আরেফিন, সাবেক উপজেলা বন ও পরিবেশ সম্পাদক অমিও কুমার সোম, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসান মিলন, সাবেক ইউনিয়ন যুবলীগ সভাপতি আব্দুস সামাদ, ইউনিয়ন ছাত্রলীগ সেক্রেটারি আক্তার হোসেন, সাবেক ইউনিয়ন আ’লীগ সদস্য হারুন উর রশীদ, ইউনিয়ন আ’লীগ সদস্য আক্তার হোসেন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন-প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন ৩টি প্রতিষ্ঠানের সভাপতির পদে থেকে লক্ষ লক্ষ টাকা নিয়োগ বানিজ্য করেছেন। কাবিটা, কাবিখা, এলজিএসপি ও ৪০দিনের কর্মসূচীর টাকা আত্মসাৎ করেছেন। আমরা এ দুর্নীতি অনিয়ম ও অর্থ আত্মসাতের ব্যাপারে আইনগত ব্যবস্থা সহ তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …