স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নিজাম উদ্দীন আহমেদের সাথে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার উন্নয়ন ও সমন্বয় কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় নির্বাহী প্রকেশলীর কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম নূর ইসলামের নেতৃত্বে মত বিনিময় সভায় উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ নির্বাহী প্রকৌশলীর কাছে জেলার গুরুত্বপূর্ণ কয়েকটি রাস্তার বিষয়ে দাবি তুলে ধরেন। নিউমার্কেট থেকে আশাশুনি রাস্তা, আলিপুর চেক পোষ্ট থেকে ভোমরা পোর্ট, একই সাথে বিনেরপোতা ভায়া আশাশুনী হয়ে আলীপুর চেক পোস্ট পর্যন্ত বাইপাস সড়কের ব্যবস্থা করা। এছাড়া নিউ মার্কেট থেকে পুরাতন সাতক্ষীরা রিপিয়ার করা, সহ বেশ কিছু দাবি দাওয়া তুলে ধরেন। সড়কের নির্বাহী প্রকৌশলী নিজাম উদ্দিন আহমেদ ধৈর্যের সাথে কথা গুলি শোনেন। এসময় তিনি বলেন আগামী দুই দিনের মধ্যে নিউ মার্কেট থেকে পুরাতন সাতক্ষীরা রাস্তা চলাচলের উপযোগী করা হবে। বর্ষার পর চেক পোষ্ট থেকে ভোমরা রাস্তার কাজ শুরু হবে। আশাশুনি সড়কের কাজ চলমান তবে বৃষ্টির কারনে সাময়িক বন্ধ রয়েছে। নির্দিস্ট সময়ে পূনরায় কাজ শুরু হবে। সাতক্ষীরা থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত সড়কে ২৪ ফুট চাওয়া সড়কের প্রস্তাব একনেকে পৌছে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী নিজেই এটি তদারকী করছেন। নির্বাহী প্রকৌশলী আরো বলেন যোগদানের পর নাগরিক অধিকার উন্নয়ন কমিটি (আপনারা) বেশ কিছু দাবি তুলে ছিলেন সেগুলি বাস্তবায়ন করা হয়েছে। ইটাগাছা থেকে বাঁকাল সড়কের দুই পার্শ্বে প্রশস্ত করা, বাইপাসে বিভিন্ন স্থানে জেব্রা ক্রসিং এবং শহরের খুলনা রোড মোড় প্রশস্ত করন, আপনারা যে বাইপাস সড়কের দাবি তুলেছেন সেটি সংসদ সদস্য মহাদয়ের ডিও লেটার দিলে কাজ করা সম্ভব হবে। সর্বপরি তিনি নাগরিক কমিটির কাছে সহযোগিতা কামনা করে বলেন এক সাথে থাকলে জেলা আরো উন্নয়ন করা যাবে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নাগরিক অধিকার উন্নয়ন ও সমন্বয় কমিটির সহ-সভাপতি সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, অধ্যাপক মোজাম্মেল হোসেন, আব্দুর রব ওয়ার্ছি, সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রাসেল, প্রচার সম্পাদক আশরাফুল করিম ধনি, ও (সম্পাদক) আবুল কালাম।
Check Also
সাতক্ষীরা জেলা জলবদ্ধতা নিরসন কমিটির সভা
শাহ জাহান আলী মিটন , সাতক্ষীরা :সাতক্ষীরা জেলা জলবদ্ধতা নিরসন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।সাতক্ষীরা জেলা …