স্টাফ রিপোর্টার ॥ আদালতের কর্মচারীদের উদ্দেশ্যে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, সাতক্ষীরা জেলা কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেন, লিগ্যাল এইডের মামলায় সর্বোচ্চ দরদ প্রদর্শন করবেন, সমাজের যারা অসহায় গরীব মানুষ কেবলমাত্র তারাই লিগ্যাল এইডের মাধ্যমে মামলা পরিচালনার জন্য আবেদন করেন এবং সরকার তাদেরকে মামলা পরিচালনার খরচ দিয়ে থাকেন। আপনারা গরীব মানুষের ব্যাপারে বেশী আন্তরিকতা দেখাবেন। তারা যেন ন্যায় বিচার পায়, দ্রুত বিচার পায়, আদালতের সহায়ক কর্মচারী হিসাবে সেদিকে লক্ষ্য রাখতে হবে। গতকাল বিকাল ৪টায় আদালতের কর্মচারীবৃন্দের অংশগ্রহনে জেলা ও মাঠ পর্যায়ে আইনগত সহায়তা প্রদান কর্মসূচীর অগ্রগতি বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে উইমেন জব ক্রিয়েশন সেন্টার তালা, সাতক্ষীরার সহযোগিতায় এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে ও ইউএসএইডি’র প্রোমোটিং পিস এন্ড জাস্টিস পিপিজে, সাতক্ষীরার অর্থায়নে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ূন কবীর। এছাড়া বক্তব্য রাখেন জজ কোর্টের প্রশাসনিক কর্মকর্তা আবু সুফিয়ান, জেলা জজ আদালতের পেশকার টিটু মল্লিক, নারী-শিশু আদালতের পেশকার মোঃ খলিলুর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জেপি মোঃ ইদ্রীস আলী, নাজির মোঃ ইসমাইল হোসেন, পেশকার গোপাল চন্দ্র পাল, রেজাউল ইসলাম, শহিদুল ইসলাম প্রমূখ। এছাড়া সভায় বে-সরকারী সংস্থা প্রোমোটিং পিস এ- জাস্টিস প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মোঃ ইউনুছ আলী, ফাইনান্স অফিসার সন্ধাবালা ঘোষ ও প্রোগ্রাম অফিসার শেখ রাজিব কামাল উপস্থিত ছিলেন। সমগ্র সভাটি পরিচালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সালমা আক্তার।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …