পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে মঙ্গলবার দুপুর ২ টায় পাটকলেঘাটা থানার কুমিরা নিউ মার্কেট চত্বরে এলাকার অবহেলিত বেদে সম্প্রদায়ের ২৩ টি পরবিাররে ৮৯ সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হসিেেব উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো: মোস্তাফিজুর রহমান। এসময় তিনি বলেন বেদে সম্প্রদায় কে সৎ কর্মের মাধ্যমে জীবিকা নির্বাহ করার জন্য তাদরে কে ফ্রি ড্রাইভংি প্রশিক্ষণ প্রদান করা হবে । যাদের স্থায়ী বসবাসের জন্য কোন ঘর নইে সেই সব অবহলেতি মানুষের জন্য ঘরের ব্যাবস্থা করা হবে। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশের বিশেষ শাখার এ, এস, পি মো: সাইফুল ইসলাম, এস, পি সার্কেল তালা মো: হূমায়ন কবীর, পাটকলেঘাটা থানা অফিসার ইনর্চাজ কাজী ওয়াহিদ মুর্শেদ, জেলা পরিষদ সদস্য কাজী নজরুল ইসলাম হিল্লোল, কুমিরা ইউ পি চেয়ারম্যান মো: আজিজুল ইসলাম। জেলা পুলিশের এ সামাজিক উদ্যোগকে এলাকার সুধী সমাজ স্বাগত জানিয়েছেন।
