কয়রায় প্রায় ৩ লাখ টাকার ভারতীয় রুপিসহ ৩ জন গ্রেপ্তার

খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে কয়রা থানা এলাকা হতে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে, ২ লাখ ৯৬ হাজার ভারতীয় রুপি।

এছাড়া একটি রেজিষ্ট্রেশন বিহীন ১৬০ সিসি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, কয়রার ফতেকাটি গ্রামের মো. আমিন উদ্দিন মোল্লার ছেলে সাইফুল ইসলাম, আশাশুনির কুড়িকাহুনিয়া গ্রামের রেজাউল করিমের ছেলে মো. রমজান আলী এবং একই গ্রামের হাবিবুর রহমান গাজীর ছেলে মো. কাজল ইসলাম।

খুলনা জেলা ডিবি পুলিশ অফিস জানায়, জাল টাকা লেনদেনের গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা পৌনে ৪টার দিকে কয়রা থানাধীন নারায়নপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় উক্ত ব্যক্তিদের আটক করা হয়। তাদেরকে তল্লাসী করে ২ লাখ ৯৬ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়।

ডিবি অফিস আরো জানান, গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ সাতক্ষীরার ভোমরা বর্ডার এলাকা থেকে ভারতীয় জাল রুপি সংগ্রহ করে খুলনা জেলার বিভিন্ন থানা এলাকায় বাংলাদেশী টাকার বিনিময়ে সরবরাহসহ আদান প্রদান করে।

উল্লেখ্য যে, আসামিরা দীর্ঘদিন যাবৎ ভারতীয় জাল নোট হেফাজতে ও বাংলাদেশি টাকার বিনিময়ে খাটি বলে প্রতারণা করার জন্য এক বা একাধিক মামলা রয়েছে। এ সংক্রান্তে খুলনা জেলা গোয়েন্দা শাখা, খুলনার এসআই (নিঃ) মোঃ নাজমুল হক বাদী হয়ে কয়রা থানায় আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। প্রেস বিজ্ঞপ্তি

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।