সাতক্ষীরার আশাশুনি উপজেলার গদাইপুর এলাকা থেকে বোমাসহ শাহরিয়ার এনাম কিংসান নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে তাকে আটক করা হয়। এছাড়া পরিত্যক্ত অবস্থায় তালা থেকে দুটি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়েছে।
আটক শাহরিয়ার এনাম কিংসান (৩৯) গদাইপুর গ্রামের এনামুল হকের ছেলে। সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইয়াসিন আলম জানান গোপন সংবাদের ভিত্তিতে এস আই ফরিদ হোসেন, এ এস আই জসীমউদ্দিন, এ এস আই প্রদীপ কুমার ও এ এস আই ইদ্রিস আলিসহ ডিবি পুলিশের একটি দল আশাশুনির গদাইপুর এলাকায় অভিযান চালাই। এসময় দুটি তাজা বোমাসহ শাহরিয়ার এনাম কিংসান নামের এক যুবককে আটক করা হয়। মামলা দিয়ে তাকে আদালতে পাঠনোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
অন্যদিকে, তালা উপজেলার ডুমুরিয়া গ্রামের জাফরের পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার দুটি দেশীয় তৈরী পাইপগান উদ্ধার করা হয়েছে।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …