যশোরে অস্বাভাবিক বিচালির দাম

মোঃ রাসেল হোসেন,যশোর(ভ্রাম্যমাণ)প্রতিনিধিঃযশোরে বিচালির অস্বাভাবিক দাম বেড়েছে। গত সপ্তাহে প্রতি কাহন ৬ থেকে ৭ হাজার হলেও বর্তমানে ৮ থেকে ৯ হাজার টাকায় দাড়িয়েছে।আর খুচরা কিনতে গেলে আরো বেশি খরচ পড়ছে।অভিজ্ঞ ও বয়স্ক কৃষকরা জানান কয়েক যুগের মধ্যে এবার বিচালির দাম সব থেকে বেশি।
দফায় দফায় বিচালির দাম বাড়াতে বিপাকে পড়ছেন গরুপালনকারীরা।অর্থাভাবে অনেকে বিচালি কিনতে না পেরে  নদ নদী থেকে কচুড়িপানা আর আজা ঘাস কেটে আনছেন।
সদর উপজেলার বসুন্দিয়া গ্রামের খাদিজা বেগম জানান,তিনি শখের বসে দুটি গরু পালন করেন।কিন্তু এতদামে বিচালি কিনতে গিয়ে রিতিমত হিমশিম খাচ্ছেন।একই ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের আসাদ মোল্লা বলেন,বিচালি কিনতে না পারায় তিনি স্থানীয় ভৈরব নদ থেকে কচুড়ি পানা ও জলপাই বাগান থেকে আজা ঘাস কেটে আনছেন।
বাঘারপাড়া উপজেলার আলাদিপুর গ্রামের শামিম মিয়া বলেন,কয়েক গ্রাম ঘুরে ১ কাহন  বিচালি পাওয়া যাচ্ছে না। বর্তমান অবস্থায় কেও বিচালি বিক্রি করতে চাচ্ছে না।কেও কেও আবার মজুদ করে রাখছেন।
তবে সবথেকে বেশি বিপদে পরছে এ এলাকার খামারিরা।অনেকেই গরু বিক্রি করে দিচ্ছেন ।
এ বিষয়ে যশোরের ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা বিরেন্দ্রনাথ মজুমদার জানিয়েছেন,ইরি বোরো মৌসুমে প্রাকৃতিক দূর্যোগের কারণে অনেক জায়গায় বিচালি নষ্ট হয়ে গেছে। এজন্য দাম বেড়েছে।তবে তিনি নতুন ধান উঠলে বিচালির দাম কমবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Check Also

সাতক্ষীরায় পুত্রবধূর হাতে নির্যাতিত সেই স্কুলশিক্ষক মারা গেছেন

ক্রাইমবাতা রিপোট, সাতক্ষীরা:   ছেলে ও পুত্রবধূর হাতে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের শিকার সাতক্ষীরা সদর উপজেলার বাঁশতলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।