যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১৩টি সোনার বারসহ পপি খাতুন (২৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। সোনার বারগুলোর ওজন দেড় কেজি। যার মূল্য এক কোটি টাকা। গতকাল মঙ্গলবার দুপুরে বেনাপোল পোর্ট থানাধীন পাঁচ ভূলোট সীমান্ত থেকে এসব সোনাসহ তাকে আটক করা হয়। আটক পপি বেনাপোল পোর্ট থানাধীন সীমান্তবর্তী গ্রাম পুটখালির কামাল হোসেনের স্ত্রী। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, পাঁচ ভূলোট সীমান্ত দিয়ে ভারতে সোনার বড় একটি চালান যাবে-গোপন সূত্রে এমন খবর পেয়ে পাঁচ ভূলোট সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়। একপর্যায়ে দুপুরে পাঁচ ভূলোট সীমান্ত এলাকা থেকে ১৩টি সোনার বারসহ পপি খাতুন নামে এক পাচারকারীকে আটক করা হয়। ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর-ই-এলাহী জানান, আটক নারীর বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে। জব্দ করা সোনার সিজার মূল্য এক কোটি টাকা বলেও জানান তিনি।
Check Also
গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু ‘হত্যাকাণ্ড’
প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা …