যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১৩টি সোনার বারসহ পপি খাতুন (২৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। সোনার বারগুলোর ওজন দেড় কেজি। যার মূল্য এক কোটি টাকা। গতকাল মঙ্গলবার দুপুরে বেনাপোল পোর্ট থানাধীন পাঁচ ভূলোট সীমান্ত থেকে এসব সোনাসহ তাকে আটক করা হয়। আটক পপি বেনাপোল পোর্ট থানাধীন সীমান্তবর্তী গ্রাম পুটখালির কামাল হোসেনের স্ত্রী। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, পাঁচ ভূলোট সীমান্ত দিয়ে ভারতে সোনার বড় একটি চালান যাবে-গোপন সূত্রে এমন খবর পেয়ে পাঁচ ভূলোট সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়। একপর্যায়ে দুপুরে পাঁচ ভূলোট সীমান্ত এলাকা থেকে ১৩টি সোনার বারসহ পপি খাতুন নামে এক পাচারকারীকে আটক করা হয়। ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর-ই-এলাহী জানান, আটক নারীর বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে। জব্দ করা সোনার সিজার মূল্য এক কোটি টাকা বলেও জানান তিনি।
Check Also
ভোমরা বন্দরে চার মাসে ৪০০ কোটি টাকা আয়
দক্ষিণবঙ্গ সাতক্ষীরার আধুনিক নিরাপদ ও পরিবেশ বান্ধব বাণিজ্যিককেন্দ্র ভোমরা স্থল বন্দর। আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য …