সাতক্ষীরা জেলায় এলজিইডির উদ্যোগে গ্রামীন সড়ক রক্ষণাবেক্ষণ মাস “অক্টোবর-২০২০” উদ্যাপন

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৌরবময় জন্মশতবার্ষিকী-তে “মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার” এ ¯ে−াগানকে সামনে রেখে এলজিইডি যথাযথ মর্যাদার সঙ্গে মুজিব বর্ষ পালন করছে। এরই ধারাবাহিকতায় গত ০১ অক্টোবর এলজিইডির উদ্যোগে ০৭ টি উপজেলায় গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস অক্টোবর/২০২০ এর শুভ উদ্বোধন ও র‌্যালী অনুষ্টিত হয়। উক্ত র‌্যালীতে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রকৌশলী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ এবং সড়ক রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত সকল প্রকল্পের মহিলা ও পুরুষ কর্মী অংশগ্রহন করেন। উলে−খ্য অত্র জেলায় পল−ী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী-৩ (আর ই আর এম পি-৩) শীর্ষক প্রকল্পের আওতায় ৭৮ টি ইউনিয়নে সর্বমোট ৭৮০ জন মহিলা কর্মী এবং গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ এর আওতায় মোট ৩৪৯ জন পুরুষ ও মহিলা কর্মীগন গ্রামীণ সড়কে রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত আছেন। এছাড়া জেলার নির্বাহী প্রকৌশলীর দপ্তর হতে ৫০,০০,০০০/= (পঞ্চাশ লক্ষ) টাকা বরাদ্দে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক (হটাৎ ড্যামেজ/মেরামত প্রয়োজন দেখা দিলে) তাৎক্ষনিক ভাবে মেরামত করা হচ্ছে। এ কার্যক্রম বছর ব্যাপি চালু রাখা হয়েছে।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।