স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৌরবময় জন্মশতবার্ষিকী-তে “মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার” এ ¯ে−াগানকে সামনে রেখে এলজিইডি যথাযথ মর্যাদার সঙ্গে মুজিব বর্ষ পালন করছে। এরই ধারাবাহিকতায় গত ০১ অক্টোবর এলজিইডির উদ্যোগে ০৭ টি উপজেলায় গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস অক্টোবর/২০২০ এর শুভ উদ্বোধন ও র্যালী অনুষ্টিত হয়। উক্ত র্যালীতে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রকৌশলী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ এবং সড়ক রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত সকল প্রকল্পের মহিলা ও পুরুষ কর্মী অংশগ্রহন করেন। উলে−খ্য অত্র জেলায় পল−ী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী-৩ (আর ই আর এম পি-৩) শীর্ষক প্রকল্পের আওতায় ৭৮ টি ইউনিয়নে সর্বমোট ৭৮০ জন মহিলা কর্মী এবং গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ এর আওতায় মোট ৩৪৯ জন পুরুষ ও মহিলা কর্মীগন গ্রামীণ সড়কে রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত আছেন। এছাড়া জেলার নির্বাহী প্রকৌশলীর দপ্তর হতে ৫০,০০,০০০/= (পঞ্চাশ লক্ষ) টাকা বরাদ্দে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক (হটাৎ ড্যামেজ/মেরামত প্রয়োজন দেখা দিলে) তাৎক্ষনিক ভাবে মেরামত করা হচ্ছে। এ কার্যক্রম বছর ব্যাপি চালু রাখা হয়েছে।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …