“সংকটে নেতৃত্বদান, ভবিষতের পুনঃনির্মান ” এ প্রতিপাদ্য কে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ৫অক্টোবার) সকাল ১০ ঘটিকায় সাতক্ষীরা প্রেসক্লাবের বঙ্গকন্ধু মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতির সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে, বিটিএ‘র জেলা শাখার সভাপতি মোঃ আবু তাহেরের সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ মোজাফ্ফার রহমান।
উক্ত আলোচনা অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাজীর হাট কলেজের প্রফেসর মোঃ ইদ্রিস আলী, বোয়লিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বদরুজ্জামান, হঠাৎ গঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেন, মৃর্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক অলোক কুমার ঘোষ, রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, বিকে মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল্লাহ প্রমুখ। আলোচনা সভায় বক্তারা মুজিব বর্ষেই মাধ্যমিক শিক্ষা জাতীয়করনের জোর দাবি জানান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বিটিএ‘র সাতক্ষীরা জেলা শাখার সাধারন সম্পাদক ও মৃর্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিশ্বজিৎ রায়।
Check Also
সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ডের উদ্যোগে সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ড (রাজারবাগান ও সরকারপাড়া ইউনিট) এর উদ্যোগে …