ধর্ষক কোনো পরিচয় বহন করে না, সে কুৎসিত: মাশরাফি

দিনকে দিন বেড়েই চলেছে ধর্ষণ। শিশু থেকে বৃদ্ধা কেউই রেহাই পাচ্ছে না বিকৃত মানসিকতার মানুষদের থেকে। সম্প্রতি নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে নিপীড়ন ও সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে নারীকে আটকে রেখে গণধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে দেশ। ক্রিকেট তারকাদের হৃদয়েও দাগ কেটেছে এসব ঘটনা।গতকাল ফেসবুকে নারী প্রতি সহিংসতার বিরুদ্ধে রীতিমতো লড়াইয়ের ডাক দিয়েছেন সাকিব আল হাসান। মুশফিকুর রহীম গোটা বাংলাদেশকে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন ধর্ষণের বিরুদ্ধে। আজ ফেসবুকে সোচ্চার হলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাসে মাশরাফি লিখেছেন-

‘আপনার মেয়ে যখন আপনার কোলে বসে থাকে, তখন আপনার সেই অনুভূতি হয় না। যখন আপনার বোন আপনার পাশের রুমে থাকে, তখনও সেই অনুভূতি আসে না।

আপনার স্ত্রীকে নিয়ে যখন আপনি ঘুরতে বেরোন, তখন তার দিকে বাঁকাভাবে তাকালে আপনার খারাপ লাগে। কিন্তু অন্যকে দেখার ক্ষেত্রে কি আমার, আপনার অনুভূতি একই রকম আছে? তা না হলে বুঝে নিতে হবে, সমস্যা অনেকের মগজেই। হয়তো পরিবেশ-পরিস্থিতির কারণে সবারটা প্রকাশ পায় না। আসুন মানসিকতা পরিবর্তন করি। নারীকে মাথা উঁচু করে বাঁচতে দিই। আর ধর্ষক কোনো পরিচয় বহন করে না। সে কুৎসিত, হয়তো চেহারায় নয়, মানসিকতায়।’

গতকাল মুশফিক ফেসবুকে লিখেন, ‘আমরা আর চুপ থাকতে পারছি না । ধর্ষণ বা কোন প্রকার যৌন হয়রানি কখনোই সহ্য করা যায় না, সমাজে এর কোন স্থান নেই । জাগো বাংলাদেশ । ধর্ষণকে না বলুন । না মানে না ।’

আর সাকিব তার স্ট্যাটাসে লিখেছিলেন, ‘চমৎকার একজন নারীর ছেলে আমি, জীবন চলার পথে স্ত্রী হিসেবে পেয়েছি অপূর্ব একজন নারীকে, দারুণ একজন নারীর ভাই আমি আর দুটি ফুটফুটে কন্যার বাবা আমি। এক শ্রেণির বর্বর মানুষ বয়স, ধর্ম ও বর্ণ নির্বিশেষে নারী ও শিশুদের প্রতি প্রতিদিনই যে জঘন্য অন্যায় করছে তারপর আমি আর চুপ থাকতে পারি না। আমার অবস্থান তাই সব ধরনের ঘৃণা ও সহিংসতার বিরুদ্ধে। একে অপরের অধিকার রক্ষা ও আদায়ের জন্য আমাদের চালিয়ে যেতে হবে লড়াই, ঠিক যেভাবে আমাদের অধিকার নিশ্চিত করতে লড়েছিলেন আমাদের মুক্তিযোদ্ধারা। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে লড়াই করি এবং আমাদের নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করি যাতে তারা স্বপ্ন দেখতে পারে এবং নির্ভয়ে তাদের জীবনযাপন করতে পারে। মনে রাখবেন, আজকে আমরা যদি এই বর্বর এই আচরণ ও মানসিকতার বিরুদ্ধে রুখে না দাঁড়াই়, তবে একদিন আমাদের প্রিয়জনদের একজনই হতে পারে এই নির্মমতার ভুক্তভোগী।’

Check Also

জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত, বললেন বিএনপি নেতা

কুমিল্লা অফিস: বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলে বেহেশত নিশ্চিত বলে মন্তব্য করেছেন দলটির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।