TI Tareq, Jashore. কেশবপুরের পল্লিতে টিভি দেখাকে কেন্দ্র করে স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হচ্ছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার রাতে উপজেলার পাঁচবাকাবর্শী গ্রামের সাইফুল ইসলাম মনা (২৫) টিভি সিরিয়াল দেখাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে ঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে সাইফুল তার স্ত্রী বৃষ্টি খাতুনকে (২০) খুন করে।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে। কেউ আটক হয়নি।
কেশবপুর থানার ওসি জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।#
08.10.2020
Check Also
সাতক্ষীরা জেলা জামায়াতের বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন প্রোগ্রাম
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে উপজেলা কর্মপরিষদ সদস্যদের নিয়ে …