তালা কলিয়ায় রাত্রের আধারে বশত ঘরে আগুন,অর্ধলক্ষ টাকার ক্ষতি

মোঃ আকবর হোসেন,তালাঃ সাতক্ষীরা তালা তেতুলিয়া ইউনিয়নের কলিয়া গ্রামে বুধবার(০৮অক্টোবর) কিরামত মাহমুদ এর পুত্র মোঃ আবুল কাশেম মাহমুদ(২৭) এর বাড়ীতে রাত্রের আধারে বশত বাড়ীতে আগুন দিয়ে পুডিয়ে দিয়েছে দৃর্বিতরা,
এ সময় ঘরে থাকা নগদ ২৫ হাজার টাকাসহ ৫০ হাজার টাকার মালামালের ক্ষতি হয়েছে,

ভুক্তভোগী আবুল কাশেম মাহমুদ জানান,গত কাল রাত্র ৩ ঘটিকার দিকে কে বা কারা আমার বশত বাড়ীতে আগুন দিয়ে সব কিছু পুড়িয়ে ছাই করে দিয়েছে আমার সব শেষ হয়ে গেছে,এমনিতে আমার শরীকরা আমার ভিটা মাটি দখল করে নিয়েছে, আমার শেষ সম্বলটুকু আগুন দিয়ে পুড়িয়ে দিলো,আমি এর বিচার চাই, তিনি আরও বলেন,আমার ধারনা যারা আমার জমি দখল করছে তারাই এ কাজ করতে পারে,আবুল কাশেমের ৪র্থ শ্রেনীর কন্যা পলি খাতুন(১০) বলেন, আমার বই পুড়ে গেছে,এমনই কথা বলেন ৮ম শ্রেনীর ছাত্র তাজমিম হোসেন(১৩),
এ বিষয়ে তালা জাতপুর ক্যাম্পের আইসি সরদার মাসুম বিল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি সরজমিনে পরিদর্শন করেছি, তদন্ত পৃর্বক আইন অনুযায়ী ব্যাবস্হা গ্রহন করা হবে,

Check Also

গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু ‘হত্যাকাণ্ড’

প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।