নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় আইনজীবী ফোরামের সমাবেশ

ক্রাইমবাতা রিপোট: সাতক্ষীরা: নারী ও শিশুর প্রতি নির্যাতন এবং সহিংসতার প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা কমিটির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ৮ অক্টোবর বেলা ১০টায় জেলা আইনজীবী সমিতির শহীদ মিনারে সংগঠনের সভাপতি এড. শেখ আব্দুস সাত্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠনের যুগ্ম-সম্পাদক এড. মোস্তফা জামানের পরিচালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী।

বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এড. এ,এস,এম, আশরাফুল আলম, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য এড. এ,বি,এম, সেলিম, এড. মোঃ শহিদুল্লাহ (২), এড. সরদার আমজাদ হোসেন, এড. মহিতুল ইসলাম, এড. অসীম কুমার মন্ডল, এড. সরদার সাইফ, এড. নুরুল আমীন, এড. ফেরদাউস হোসেন, এড. হাসনাত মনির, এড. আমিনুল ইসলাম, এড. শিহাব মাসউদ সাচ্চু, এড. সিরাজুল ইসলাম, এড. তোহা কামাল উদ্দিন, এড. মিজানুর রহমান বাপ্পী, এড. শেখ আবু সাইদ রাজা, এড. জিয়াউর রহমান,

এড. মোস্তফা হেলালুর রহমান, এড. ফিরোজ আহমেদ সুমন, এড. রফিকুল ইসলাম, এড. মিজানুর রহমান প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, দেশে নারী নির্যাতন, শিশু নির্যাতন, ধর্ষন ও নারীর প্রতি সহিংসতা বহু বেড়ে গেছে। গৃহবধু, কলেজ ছাত্রী, মাদ্রাসার শিশু বাচ্চা কেহ নির্যাতনের হাত থেকে রক্ষা পাচ্ছে না। সম্প্রতিকালে ঘটে যাওয়া সকল ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত, আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবী এবং দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির জোর দাবী জানান।

Check Also

আশাশুনিতে কর্মী সম্মেলনে আওয়ামী লীগকে জামায়াত নেতার কঠোর হুঁশিয়ারি বার্তা

স্টাফ রিপোর্টার:আশাশুনিতে ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতে ইসলামীর নিজস্ব কার্যালয় আলামিন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।