ক্রাইমবাতা রিপোট: সাতক্ষীরা: ভারতীয় পাথর বোঝায় ট্রাক থেকে ৯১ বোতল ফেনসিডিল সহ ভারতীয় ট্রাক ও চালককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।
বুধবার সন্ধ্যায় বৈধ পথে বাংলাদেশে আমদানিমুখী পাথর নিয়ে ওই চালক সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে প্রবেশ করেন। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় ট্রাকে তল্লাশি চালিয়ে ৯১ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
বিজিবির ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার আশরাফুল ইসলাম জানান, আটক ভারতীয় চালকের নাম জহুরুল ইসলাম। তার বাড়ি ভারতের বসিরহাট আমারপুর নামক এলাকায়। তাকে পাথর বোঝাই গাড়ি ও ফেন্সিডিল সহ সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …