সাতক্ষীরায় সাতবছরে শিশু ধর্ষণের প্রধান আসামি গ্রেপ্তার

ক্রাইমবাতা রিপোট: সাতক্ষীরার আশাশুনিতে সাত বছরের একটি মেয়েকে ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

বুধবার মধ্যরাতে শ্যামনগর থানার অন্তর্ভুক্ত সুন্দরবনের কাছের একটি এলাকায় অভিযান চালিয়ে তরিকুল ইসলাম (১৮) নামের ওই তরুণকে গ্রেপ্তার করা হয় বলে সিআইডি সাতক্ষীরার বিশেষ পুলিশ সুপার আনিচুর রহমান জানিয়েছেন।

তিনি বলেন, গত সোমবার দু্পুর ২টার দিকে প্রতিবেশী তরিকুল মোবাইলে ছবি দেখানোর কথা বলে মেয়েটিকে ডেকে নিয়ে ‘ধর্ষণ করেন’ বলে তার মা মামলায় অভিযোগ করেছেন। সোমবার গভীর রাতে আশাশুনি থানায় মামলা দায়েরের পর মঙ্গলবার মেয়েটি আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে।

ঘটনাটি জানার পর সিআইডি মামলাটির ছায়া তদন্ত শুরু করে জানিয়ে বিশেষ পুলিশ সুপার আনিচুর বলেন, “ধর্ষককে গ্রেপ্তারের জন্য আমরা জোর তৎপরতা চালাচ্ছিলাম। রাত সাড়ে ১১টার দিকে শ্যামনগর থানার অন্তর্গত সুন্দরবনের কাছের একটি গ্রামে গিয়ে তাকে পেয়েছি।”

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।