সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরা জেলা বিএনপির মানববন্ধন

ক্রাইমবাতা রিপোট: সাতক্ষীরা: সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাতক্ষীরা জেলা বিএনপি। বৃহস্পতিবার বেলা ১১টায় সাতক্ষীরা হাটের মোড় সংলগ্ন সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী।

বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম, যুগ্ম আহবায়ক চেয়ারম্যান আব্দুর রউফ, হাবিবুর রহমান হবি, তাজকিন আহমেদ চিশতী, আব্দুস সামাদ, শের আলী, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিল শফিকুল আলম বাবু, আলী শাহীন, আনারুল ইসলাম, আহছানুল কাদির স্বপন, সুমুনুর রহমান, নুরে আলম সিদ্দিকী, খালিদ আহমেদ, মাছুম রানা সবুজ, কবির আহমেদ, আতাউর রহমান, এম এ রাজ্জাক, মতিনুর রহমান কচি প্রমুখ।

বক্তারা সম্প্রতি নোয়াখালীর বেগমগঞ্জ গৃহবধুকে নগ্ন করে নির্যাতন, টিএসসি কলেজে ধর্ষনসহ সারা দেশে নারী ও শিশু নির্যাতনের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে ধর্ষকদের ফাঁসি এবং নির্যাতনকারীদের কঠোর শাস্তির দাবি জানান।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।