সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের দায়িত্বগ্রহণের দুই বছরপুর্তিতে সাংবাদিকদের সাথে জুমপ্লাটফর্মে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাতক্ষীরাকে নিয়ে নতুন ভাবনার কথা শোনালেন। সকল উন্নয়নমুলক ও শুভ কাজে সংবাদকর্মীদের সাথে চাইলেন।
রবিবার রাত ৯টা ৫ মিনিটে শুরু হওয়া মতবিনিময় সভায় তিনি জেলা প্রশাসক বাংলো থেকে অংশ নেন। সাংবাদিকরা স্ব স্ব কার্যালয়, নিজ বাসা ও বিভিন্নস্থান থেকে অংশ নেন।
প্রাণবন্ত এ আলোচনা অনুষ্ঠানের প্রারম্ভে জেলা প্রশাসক প্রায় একঘন্টার নাতিদীর্ঘ বক্তৃতা দেন। তিনি তার আলোচনায় বলেন, তিনি দায়িত্ব গ্রহণ করেই জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা নির্বাচন সুসম্পন্ন করেন। এ দু’বছরের মধ্যে এসেছে প্রাকৃতিক দূর্যোগ ফনি, বুলবুল, আম্পানের মতো বড় ধরনের দুর্যোগ। তিনি মোকাবেলা করেছেন ডেঙ্গু পরিস্থিতি। সেখানে তিনি সাংবাদিকদের অসীম সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি করোনা পরিস্থিতির কথা তুলে ধরেন। প্রাণসায়ের খালের দুপাশ অবৈখদখলদার মুক্ত করতে কাজ করে যাচ্ছেন এবং খুব শিঘ্রই পৌর-ইজারা বাতিলের ঘোষণা আসার কথা উল্লেখ করেন। তিনি তার সাপ্তাহিক গণশুনানীর কর্মসূচি ও ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা বাস্তবায়নে কাজ চালিয়ে যাওয়ার কথাও তুলে ধরেন। ভোমরা স্থলবন্দর থেকে কলকাতার রেল যোগাযোগের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছেন বলে জানান। তবে তিনি সুপার সাইক্লোন আম্পানে ঘরবাড়ির ক্ষয়ক্ষতির সংখ্যা নিরুপন নিয়ে একজন সরকারি কর্মকর্তা ও কতিপয় সাংবাদিক বিভিন্ন অপ্রপ্রচার তার বিরুদ্ধে মিথ্যে বিষেদাগার করেছে বলে জানান এবং এটি অত্যন্ত খারাপ কাজ হয়েছে বলে জানিয়ে দেন। তিনি এসবে মোটেও বিচলিত নন বলেও জানান। তিনি সাতক্ষীরার বরাদ্দ ও উন্নয়নে এক থাকতে সবার প্রতি অনুরোধ জানান। জেলার অগ্রগতির জন্য তিনি সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
সাংবাদিকদের মধ্যে আলোচনায় অংশ নিয়ে জনকন্ঠের মিজানুর রহমান দুই বছরপুর্তিতে অভিনন্দন ও সাদর সম্ভাষণ জানান। একই সাথে একটি ভোজন অনুষ্ঠানের প্রস্তাব রাখেন। প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করেন চ্যানেল আইয়ের এড. আবুল কালাম আজাদ ও প্রথম আলোর কল্যাণ ব্যানার্জি। দৈনিক পত্রদূতের সম্পাদকমন্ডলীর সভাপতি আনিসুর রহিম তার আলোচনায় সাতক্ষীরার জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকরী পদক্ষেপের জন্য অনুরোধ জানান।