সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক কমিটি বাতিল ও বর্তমান আহবায়ক সৈয়দ ইফতেখার আলীকে দল থেকে বহিষ্কারের দাবীতে বিক্ষোভ ও আলোচনা সভা করেছে পদ বঞ্চিত নেতা কর্মীরা। মঙ্গলবার দুপুরের শহরের সঙ্গীতামোড়স্থ রাধা নগর এলাকায় উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ন আহবায়ক শেখ তারিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক কামরুল ইসলাম ফারুক। এ সময় আরো বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আইনুল ইসলাম নান্টা, জেলা স্বেচ্ছাসেবক দল সাধারন সম্পাদক কামরুজ্জামান ভুট্টো, মৎস্যজীবি দল সভাপতি আসিফুর রহমান, তাঁতীদল সাধারন সম্পাদক আব্দুল আজিজ প্রমুখ।
বক্তারা এ সময় জেলা, উপজেলা ও শহর বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের ৯৩ জন নেতাকর্মীর নামে মিথ্যা হত্যা মামলা দায়েরকারী সংস্কার পন্থী নেতা সৈয়দ ইফতেখার আলীর দল থেকে বহিষ্কারের দাবীতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। তাকে দল থেকে বহিষ্কার না করা হলে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে বক্তারা ঘোষনা দেন।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …