সাতক্ষীরায় প্রতিবন্ধী ভাই-বোনকে নির্যাতনকারী সেই দু’জন গ্রেপ্তার

স্টাফ রিপোটার:  পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর নির্দেশে প্রতিবন্ধী দুই ভাই-বোনকে নির্যাতনকারী দুই আসামি গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ঘটনায় থানায় মামলা হয়েছে।

গত ১৩ অক্টোবর বেলা ১১:৩০ টায় সাতক্ষীরা শহরের প্রাণ সায়র এলাকার ন্যাশনাল হার্ডওয়ারের সামনে প্রতিবন্ধী দুই ভাই-বোনকে নির্যাতনের ঘটনা ঘটে।

নির্যাতনের ঘটনার একটি ভিডিও চিত্র সোশ্যাল মিডিয়ায় প্রকার হলে তা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর দৃষ্টিগোচর হয়। তিনি সাথে সাথে সংশ্লি¬ষ্ট নির্যাতনকারীদের গ্রেপ্তারের নির্দেশ দিলে মূল আসামি মো. কামাল হোসেন নিকারী এবং নির্দেশদাতা ও প্ররোচনাকারী আজিজ নিকারীকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে প্রতিবন্ধী দুই ভাই-বোনের মামা এজাহার দাখিল করলে সাতক্ষীরা থানার মামলা (নম্বর ৪৫, তারিখ: ১৪-১০-২০২০) রুজু হয়। আটক আসামি ২জনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।