রুহুল কুদ্দুস: আশাশুনি: ১৫ অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে আশাশুনি উপজেলার শ্রীউলা, আনুলিয়া, খাজরা, দরগাহপুর ও কাদাকাটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ইপিআরসি’র সহযোগিতায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। আশাশুনি উপজেলায় আর্সোনিক সেফ ইউনিয়ন প্রকল্পের অধিনে ইপিআরসি কতৃক নিরাপদ পানির পরিকল্পনা, আর্সোনিক, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন, স্বাস্থ্যবিধি ও হাত ধোয়াসহ বিভিন্ন বিষয়ের উপর জনসচেতনামূলক কাজ করে জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করে যাচ্ছে। এসময় বিভিন্ন গ্রামে স্বজমিনে উপস্থিত ছিলেন ইউনিসেফের খুলনা বিভাগের ওয়াশ অফিসার নাহিদ মাহমুদ, ইপিআরসি, এরিয়া কো-অডিনেটর আহসান কবির, টেনিং অফিসার সুমন খান, মনিটরিং অফিসার রাশেদুল আলম রাশেদ, ইউনিয়ন সুপারভাইজার আব্দুর রশিদ, রায়হান উদ্দিন প্রমুখ।
Check Also
ভোমরা বন্দরে চার মাসে ৪০০ কোটি টাকা আয়
দক্ষিণবঙ্গ সাতক্ষীরার আধুনিক নিরাপদ ও পরিবেশ বান্ধব বাণিজ্যিককেন্দ্র ভোমরা স্থল বন্দর। আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য …