মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় সদর হাসপাতালের সভা কক্ষে সাতক্ষীরা জেলা সদর হাসপাতাল তত্বাবধায়কের কার্যালয়ের আয়োজনে স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম, বি.এম.এ’র জেলা সভাপতি ডা. আজিজুর রহমান, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা, অধ্যাপক ভূধর সরকার, সদর হাসপাতালের হিসাব রক্ষক মাসুম বিল্লাহ প্রমুখ। সাতক্ষীরা জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভার আলোচ্য সূচির মধ্যে ছিল করোনা মোকাবেলা ও চিকিৎসা সেবা নিশ্চিত করা, স্বেচ্ছাসেবীদের বেতন প্রদান, অয়াচিত বহিরাগত কর্মী নিয়ন্ত্রণ, মৃতদেহ সাময়িকভাবে রাখার জন্য লাশঘর নির্মাণ, জনবল পুরণ সংক্রান্ত (কনস্যালটেন্ট), ল্যাব পরীক্ষা, কিছু মেশিনের বিষয়ে সিদ্ধান্ত, হাসপাতালের ড্রেণেজ সিস্টেম, হাসপাতালের সামনে পৌরসভার যাত্রী ছাউনি ও বাস স্টপেজ স্থানান্তর, ফাকা স্থানে বাগান করাসহ বিবিধ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসময় সাতক্ষীরা জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মেডিকেল অফিসার আয়ুরব্যাধি ডা. মো. সাইফুল আলম।
Check Also
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করেননি সমাজী
জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে আন্তর্জাতিক …