নিজস্ব প্রতিনিধি : ‘মানুষ মানুষের জন্যে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা’র আশাশুনি উপজেলার প্রতাপনগরে বানভাসি অসহায় মানুষের মাঝে ৩য় পর্যায়ে খাদ্য সামগ্রী সহায়তা বিতরণ করেছে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯৪ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় আশাশুনি উপজেলার প্রতাপনগরের বানভাসি গ্রামের প্রায় শতাধিক পরিবারের মাঝে ৩য় পর্যায়ে খাদ্য সামগ্রী সহায়তা বিতরণ করেছে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯৪ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। এসময় উপস্থিত ছিলেন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯৪ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মো. কামরুজ্জামান রাসেল, রবিউল ইসলাম, মনিরুজ্জামান মনি, মোস্তাফিজুর রহমান পলাশ প্রমুখ। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯৪ ব্যাচের দেশে বিদেশের প্রাক্তন শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় ছিলেন সামছুল আরেফিন, কলিন্স, ড. এরতেজা হাসান সিআইপি, শাকিল, মামুন, প্রবাসী ইমরান, ডা. মেহেদীসহ অনেকে। তাদের সাথে সহযোগিতায় ছিলেন ইউসিবি ব্যাংক সাতক্ষীরা শাখার ম্যানেজার আব্দুল কাদের, মো. মশিউর রহমান বাবু . শফিক, সালাহ উদ্দিন ও ডা. অপূর্ব। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯৪ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের ৩য় পর্যায়ে খাদ্য সামগ্রী সহায়তা বিতরণকে সাধুবাদ ও ধন্যবাদ জানিয়েছে এলাকাবাসী ও সচেতন মহল। তাদের মত বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের বানভাসি মানুষের সহায়তার জন্য এগিয়ে আসার আহবান জানিয়েছে।
Check Also
ট্রাইব্যুনালে আ.লীগ নেতাদের বিচার দেখতে এসে যা বললেন সাঈদী পুত্র
জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে …