বাংলাদেশসহ কয়েকটি দেশ টিকার ট্রায়ালের জন্য ভারতকে অনুরোধ করেছে: মোদি

বাংলাদেশ, মিয়ানমার, কাতার ও ভুটান করোনার টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ভারতকে অনুরোধ করেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠকে নরেন্দ্র মোদি এ কথা জানান। করোনা পরিস্থিতির নিয়ে পর্যালোচনামূলক এ বৈঠক হয়।

বৈঠকে ভারতের  স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, পদস্থ কর্মকর্তা এবং বৈজ্ঞানিক উপদেষ্টারাও  উপস্থিত ছিলেন। বৈঠকে সংশ্লিষ্টরা নরেন্দ্র মোদিকে জানান, এই মুহূর্তে ভারতে দুটি টিকার দ্বিতীয় ও একটির তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। বিজ্ঞানী ও গবেষকেরা প্রতিবেশী সব দেশকে করোনা মোকাবিলায় সাহায্য করছেন। মোদি বৈঠকে বলেন, টিকার জোগান ও বণ্টন প্রতিবেশী ছাড়াও গোটা বিশ্বে ছড়িয়ে দিতে হবে।

বৈঠকে জানানো হয়, করোনার টিকা পাওয়ার ক্ষেত্রে ভারতে অগ্রাধিকার পাবেন ৩০ কোটি নাগরিক। তাদের মধ্যে থাকছেন ডাক্তার-নার্স সহ সব ধরনের স্বাস্থ্যকর্মী, পুলিশ ও অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহের সঙ্গে যুক্ত সবাই। এর বাইরে থাকছেন পঞ্চাশোর্ধ্বরা।

পাশাপাশি একসঙ্গে অনেক রোগে ভোগারা। করোনার কারণে যারা খুবই ঝুঁকিপূর্ণ।

Check Also

শেখ হাসিনার ভাইরাল অডিওর নির্দেশনা বাস্তবায়ন, গ্রেপ্তার ১০

শেখ হাসিনার ভাইরাল হওয়া অডিও ক্লিপের নির্দেশনা বাস্তবায়নকারী দশজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ নভেম্বর) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।