বিএনপি ক্যাডার ভূমিদস্যু ভাইয়ের কবল থেকে পৈত্রিক সম্পত্তির সুষ্ঠু বন্টন এবং জীবনের নিরাপত্তার চেয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছেন সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশাফররফ হোসেন মশু। রোববার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের মৃত লুৎফর রহমানের পুত্র ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশাফররফ হোসেন মশু লিখিত অভিযোগের তিনি বলেন, আমার বাবা মারা যাওয়ার পর থেকে ১২ বছর যাবৎ আমার পৈত্রিক সম্পত্তি ভোগদখল করতে পারছিনা।
এমন কি পৈত্রিক বাড়ীতেও অবস্থান করতে পারিনা। আমার সহোদর ভাই ভূমিদস্য আলতাফ ও শাফায়েত সম্পত্তির লোভে আমার পিতাকেও কয়েক বার হত্যার চেষ্টা চালিয়েছিল। ইতিপূর্বে আমার ৩ বিঘা পৈত্রিক সম্পত্তি কৌশলে তাদের নামে রেকর্ড করেছে।
আমি একজন বীরমুক্তিযোদ্ধা হিসেবে ওই ভূমিদস্যু অস্ত্রবাজ আলতাফ ও শাফায়েতের কবল থেকে রক্ষা পেতে মাননীয় জেলা প্রশাসক মহোদয়,পুলিশ সুপার মহোদয় সহ সংশ্লিষ্ট প্রশাসনের সকলের কাছে আমার নিজের নিরাপত্তা ও পৈত্রিক সম্পত্তির আপোষ বন্টননামার বিষয়ে সহযোগিতা কামনা করছি।
এসময় উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, বীরমুক্তিযোদ্ধা হাসানুজ্জামান ও বীরমুক্তিযোদ্ধা জিল্লুর করিম।