প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়েছেন, সাতক্ষীরা সদর উপজেলার আওয়ামীলীগের নেতৃবৃন্দ। সদর উপজেলার আওয়ামীলীগের সভাপতি( ভারপ্রাপ্ত)শেখ আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক শাহজাহান আলী স্বাক্ষরিত একপত্রে জানানো হয়েছে, ১৮ অক্টোবর, ২০২০ খ্রিঃ তারিখ , রবিবার, সকাল ১০.৩০ টার সময় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের পূর্ব নির্ধারিত বর্ধিত সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সকাল ১০.১৫ টার সময় সাতক্ষীরা সদর -০২ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র নেতৃত্বে কিছু উৎশৃঙ্খল দলীয় নেতাকর্মী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের নাম ধরে কটুক্তি করতে করতে হলরুমে প্রবেশ করেন এবং সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী সহ কয়েকজন নেতৃবৃন্দকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এসময় তার সঙ্গে থাকা তার ব্যক্তিগত সহকারী মকছুসুমুল হাকিম, আগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান হবি, শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শওকত আলী, সদর উপজেলা সহ-সভাপতি স.ম. গোলাম মোর্শেদ, যুগ্ম সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, কুশখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, বাঁশদহা ইউনিয়নের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুল ইসলামের নেতৃত্বে হঠাৎ কোন কিছু শোনা-বোঝার আগেই মঞ্চে রক্ষিত বর্ধিত সভার ব্যানারটি ছিড়ে ফেলেন। ব্যানারে অঙ্কিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, মাননীয় প্রধানমন্ত্রীর ছবি এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্ঠা সজীব ওয়াজেদ জয় এর ছবি ছিল। এহেন সন্ত্রাসী হামলায় সাতক্ষীরা সদর আওয়ামীলীগের দলীয় নেতাকর্মীগণ স্থম্ভিত হয়ে পড়েছে। এমন ন্যাক্কার জনক কর্মকান্ড দলকে দুর্বল করার ষড়যন্ত্রের অংশ মাত্র। একজন মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র নেতৃত্বে সন্ত্রাসী হামলা খুবই দুঃখজনক। যাহা সাতক্ষীরা জেলায় ইতিপূর্বে কখনও এমনটি ঘটেনি। এই হামলায় সদর উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা করতে না দেওয়ায় আওয়ামীলীগ বিরোধী জামাত-বিএনপি’র হাত শক্তিশালী করবে। আমরা এহেন ঘটনার তীব্র ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন করছি। ভবিষ্যতে এমন ঘটনা আবারও ঘটালে দলীয় নেতাকর্মীরা দাঁতভাঙ্গা জবাব দিবে। সদর উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে এই ঘটনার সুষ্ঠু বিচার ও তদন্ত পূর্বক দোষী ব্যক্তিদের বিরুদ্ধে সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি/সাধারণ সম্পাদকের নিকট জোর দাবী করছি।
Check Also
সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ডের উদ্যোগে সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ড (রাজারবাগান ও সরকারপাড়া ইউনিট) এর উদ্যোগে …