সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি হরিণের মাংস, দুটি হরিণের চামড়া, ৪০০ মিটার ফাঁদসহ দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন খুলনার কয়রা থানার হড্ডা গ্রামের অরবিন্দু রায়ের ছেলে অরবিন্দু রায় এবং একই এলাকার সুরিন্দ্রাথ মন্ডলের ছেলে অরুণ মন্ডল।
কোস্ট গার্ডের গোয়েন্দা শাখার স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার বিএন ইমতিয়াজ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ অক্টোবর রাত সাড়ে ১১টায় কোস্ট গার্ড পশ্চিম জোনের বিসিজি আউটপোস্ট নলিয়ান এর একটি টহল দল খুলনা জেলার কয়রা থানাধীন হড্ডা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় আনুমানিক ১০ কেজি হরিণের মাংস, ২টি হরিণের চামড়া, ৪০০ মিটার হরিণ ধরা ফাঁদ ও ১টি মোটর সাইকেলসহ উক্ত ২ জনকে আটক করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার ইমতিয়াজ আলম আরো জানান, কোস্ট গার্ডের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মৎস্য সম্পদ রক্ষা, চোরাচালান নিয়ন্ত্রন ও জননিরাপত্তার পাশাপাশি বন্য পশু-পাখি রক্ষায় কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে এবং উক্ত সাফল্য এই অভিযানেরই অংশ।