বাঘায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা কলেজছাত্রীর

রাজশাহীর বাঘায় ধর্ষণের অভিযোগে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা করেছে কলেজপড়ুয়া এক ছাত্রী। ঘটনার প্রায় তিন মাস পর বৃহস্পতিবার ওই ছাত্রী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত জুলাই মাসের শেষ সপ্তাহে বিয়ের আশ্বাস দিয়ে আড়ানি পৌর ছাত্রলীগের সভাপতি রিবন আহম্মেদ বাপ্পি পৌর এলাকার চকরপাড়া গ্রামের তার এক বন্ধুর বাড়িতে নিয়ে ওই তরুণীকে (১৮) ধর্ষণ করে। এরপর বিয়ের কথা বললে এড়িয়ে যেতে থাকে সে। বাধ্য হয় বৃহস্পতিবার ওই ছাত্রী বাদী হয়ে রিবন আহাম্মেদ বাপ্পী ও তার সহযোগী এক বন্ধুর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

রিবন আহম্মেদ বাপ্পি আড়ানী পৌর সভার চকসিংগা গ্রামের প্রয়াত আওয়ামী লীগ নেতা বাবুল হোসেনের ছেলে। অভিযোগ অস্বীকার করে বাপ্পি বলেন, ‘আগামী পৌর নির্বাচনে আমি মেয়র প্রার্থী হব। আমার জনপ্রিয়তা দেখে দুষ্টচক্র ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা করেছে।’

পৌরমেয়র মুক্তার আলী বলেন, ‘মেয়েটা আমার আত্মীয়। সে ঘটনাটি আমাকে জানিয়েছে।’

বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। ওই তরুণীকে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে

Check Also

আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।