নোয়াখালীতে চকলেট দেয়ার কথা বলে শিশুকে ধর্ষণ

ক্রাইমবাতা ডেস্করিপোট: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় চকলেট দেয়ার কথা বলে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।  এ ঘটনার পর ধর্ষক আবদুল হক কাজী (৫৫) পলাতক রয়েছে।

ভুক্তভোগী শিশুর বাবা বৃহস্পতিবার রাতে ওই ধর্ষকের বিরুদ্ধে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

এর আগে বুধবার দুপুরে উপজেলার চরজব্বার ইউনিয়নের চরহাছান গ্রামে এ ঘটনা ঘটে।

আবদুল হক কাজী একই ইউনিয়নের চরহাছান গ্রামের দায়মুদ্দিন কাজীর ছেলে। নির্যাতিত শিশুটিকে গুরুতর আহত অবস্থায় স্হানীয় চরজব্বার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চরজব্বার থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহীম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বৃহস্পতিবার রাতে অভিযুক্ত আসামির বিরুদ্ধে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করা হয়েছে, নির্যাতিতা ওই মেয়েটি শিশু শ্রেণিতে পড়ে। বুধবার দুপুরে সে বাড়ির পাশে খেলাধুলা করার সময় প্রতিবেশী আবদুল হক কাজী তাকে চকলেট দেয়ার কথা বলে বসতঘরে নিয়ে ধর্ষণ করে।

পরে শিশুটি গুরুতর আহত অবস্থায় বাড়িতে গিয়ে তার মাকে ঘটনাটি  জানিয়ে দেয়।

এক পর্যায়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় শিশুটির পরিবার চরজব্বার থানায় মামলা দায়ের করে।

পরিদর্শক (তদন্ত) ইব্রাহীম খলিল বলেন, অভিযুক্ত আসামিকে গ্রেফতারে পুলিশ জোর তৎপরতা অব্যাহত রেখেছে।

Check Also

সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত

মামুন হোসেন নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার ( …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।