মোঃআকবর হোসেন,সাতক্ষীরাতালা সংবাদদাতাঃ
সাতক্ষীরা তালায়টাকারবিনিময়েমেডিকেলঅফিসারএবংসমাজসেবাঅফিসারের স্বাক্ষরনকলকরেপ্রতিবন্ধিকার্ড তৈরীরজন্য সমাজসেবাঅফিসেফরম জমাকরেছেএকটি চক্র।তবে এর নৈ পথ্যে তালা দোহারগ্রামেরগফ্ফার শেখ এর স্ত্রী ফিরোজা বেগমেরসম্প্রতাপাওয়া গেছেবলেজানাযায়।
সরজমিনেসমাজসেবাঅফিসেগিয়ে দেখাযায়,এক ব্যক্তি প্রতিবন্ধিকার্ড নেওয়ারজন্য বাহিরে দাড়িয়েআছে। দাড়ানোরকথাজিঞ্জাসাবাদে তিনিবলেন, আমারপ্রতিবীন্ধ ফরম জমাকরাহয়েছেকয়েকদিনহলো। এখনওপাইনি, বিষয়টিউপজেলাসমাজসেবাঅফিসারকেজিঞ্জাসাবাদে তিনিজানান,তাদেরফরমেস্বাক্ষরজালকরারজন্যকার্ড করা সম্ভব হয়নি। তিনিআরওবলেনআমার স্বাক্ষরওজালকরাহয়েছে। ডাক্তারের স্বাক্ষরজালকিনাসেইজন্য সমাজসেবাসুপারভাইজারএনামুলইসলামকে সাথে নিয়ে,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেলঅফিসার ডাক্তার অতনুকুমার ঘোষ এরনিকট গেলে,তিনি ১২ টিফরমেতারসাক্ষরনকলকরাহয়েছেবলেজানান। যে ফরম গুলো স্বাক্ষরজালকরাহয়েছেতাহাহলো,তালাজালালপুরইউনিয়নের গৌতমকাটিগ্রামেরআতিয়াররহমানের স্ত্রীফুলঝুড়ি বেগম(৫৭),শ্রীমন্তকাটিগ্রামেরলুৎফররহমানেরপুত্র মোঃইয়াছিন মোড়ল(১৭), জেঠুয়াগ্রামেরসুশিলচক্রবর্তিওপুত্রবিকাশচক্রবর্তি(৩৮),জেঠুয়াগ্রামেররামকান্তঅধিকারীরপুত্র গোকুলঅধিকারী(৬১),আটুলিয়াগ্রামেরসালাম মোড়লের স্ত্রী তাসলিমা বেগম(৪০), জেঠুয়াগ্রামেরবিশ^জিৎহালদারেরপুত্রশান্তহালদার(১৮),আটঘরাগ্রামেরভুট্্র মোড়লেরস্ত্রীমর্জিনাবিবি(৩৮),জেঠুয়াগ্রামেরপবিত্রকুমারের স্ত্রী ভারতিরানী(৪৭), একই গ্রামেরশংকরবিশ^াসেরপুত্র গোপালবিশ^াস(২৪),সাধনকুমার ঘোষ এর পুত্রঅর্পন ঘোষ(৮), দোহারগ্রামেরশহরআলীরপুত্রুসবুজসরদার(২১)এবংফয়েজউদ্দিন এর পুত্রএনায়েতআলীরবিশ^াস।এছাড়াআরও কোন ফরম চোখেরআড়ালেহয়েছেকিনাতাহাজানাযায়নি।
তবে এর নৈ পথ্যে তালা দোহারগ্রামেরগফ্ফার শেখ এর স্ত্রীফিরোজা বেগমেরসম্প্রতাপাওয়া গেছেবলেজানাযায়।আগামীনির্বাচনে ঐএলাকারমহিলা মেম্বরপ্রার্থি বলেতিনিজানান।
এ বিষয়েঅভিযুক্ত ফিরোজা বেগমেরকাছেমুঠো ফোনেজিঞ্জাসাবাদে তিনিজানান,শ্রীমন্তকাটিগ্রামেরলুৎফররহমানেরনিকটহতেচাপানখাওয়ারজন্য ৫শত টাকানিয়েছেন। ডাক্তার ও সমাজসেবাঅফিসারেরসইজালকরে কেন ফরম জমা দিয়েছেন এই বিষয়েতিনিজানান,আমি কোনসইজালকরিনি। আগামীকালঅফিসেএসে সব জানাবো।
এ বিষয়েশ্রীমন্তকাটিগ্রামেরলুৎফর রহমান বলেন, ফিরোজা বেগমকেআমিনিজেইচাপানখাওয়ারজন্য ৫শত টাকা দিয়েছিলাম।
এ বিষয়েসমাজসেবাঅফিসারশেখআব্দুলআওয়ালজানান,ফরমেআমারনিজের স্বাক্ষরের কোনঅপশননাখাকলেওস্বচ্ছ, নিভূল ও যাচাইবাছাইকরারজন্য এবংপ্রকৃত প্রতিবন্ধিদেরসনাক্ত করারজন্য নিজেরএকটিসীলব্যবহারকরেছি। এর পরেও ১২টি প্রতিবন্ধিফরমেআমারস্বাক্ষরসহডাক্তারের স্বাক্ষরজালকরাহয়েছে।যেই এর সাথে জড়িত থাকনা কেনতাদের দৃষ্টান্তমুলকশাস্তির দাবী জানাচ্ছি।
এ বিষয়েতালাহাপসপাতালের ডাক্তার অতনু ঘোষজানান, ১২টি ফরমেআমার স্বাক্ষরজালকরাহয়েছে। তাহাছাড়াআমিপ্রতিবন্ধিফরমে স্বাক্ষরকরারসময়,প্রত্যেকব্যক্তিকে ভালোভাবে দেখে তারপরেফরমে স্বাক্ষরকরি। তাহাছাড়া সে কোনধরনেরপ্রতিবন্ধি সেটিফরমেলিখে দেয়, যাহানকলফরমে নেই।
এ বিষয়েতালাহাসপাতালেরটিএইচএডাক্তার রাজিবসরদারজানান, আমিএই সকল ফরম স্বাক্ষরকরারজন্য আবাসিক মেডিকেলঅফিসার ডাক্তার অতনু ঘোষকেদায়িত্ব দিয়েছি। যাতে কোনসমস্যানা হয়। তারপরেও স্বাক্ষরজালকরাহয়েছে। এ বিষয়েপ্রশাসনেরহস্তক্ষেপকামনাকরছি।
মোঃআকবর হোসেন
Check Also
গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু ‘হত্যাকাণ্ড’
প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা …