হাফিজুর রহমান শিমুলঃকালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মাদক বিরোধী সমাবেশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা অডিটরিয়ামের সমাবেশে সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।
তিনি তার দীর্ঘ বক্তব্যে বলেন-তরুণরাই দেশ, জাতি ও সমাজের উজ্জ্বল নক্ষত্র, তারাই জাতির আগামী দিনের কর্ণধার। দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে জাতির মূল চালিকাশক্তি হলো তরুণরাই। তরুণ প্রজন্মই আমাদের দেশ-জাতিকে ধীরে ধীরে উন্নতির দিকে টেনে নেয়ার বিরাট ভূমিকা রাখে এবং রেখে আসছে যুগে যুগে। তবে আমাদের দেশের তরুণ ও যুব সমাজের একাংশ নানাভাবে জড়িয়ে যাচ্ছে মরণ নেশা মাদকের সঙ্গে। এ নেশা এমনই এক নেশা ধীরে ধীরে বিবর্ণ করে দিচ্ছে আমাদের সবুজ মনের তারুণ্যকে। নষ্ট করে দিচ্ছে দেশের ভবিষ্যতকে। আমাদের দেশের রয়েছে পর্যাপ্ত তারুণ্যনির্ভর জনশক্তি। দেশের এ মূল্যবান সম্পদ মাদকের চোরাচালান ও অপব্যবহারের কবলে পড়ে যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি দেশের অর্থনীতি বিপর্যস্ত হয়, উন্নয়ন বাধাগ্রস্ত হয়। নেশার ছোবলে পড়ে এ যুবসমাজ কর্মশক্তি, সেবার মনোভাব ও সৃজনশীলতা হারিয়ে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি সাধন করছে। দেশগড়ার কারিগর সম্ভাবনাময় তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পুলিশ প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও সংবাদকর্মীদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে। জেলার মধ্যে কালিগঞ্জকে প্রথমে মাদকমুক্তকরণ করা হবে। সেই লক্ষে আজই উদ্বোধন করা হবে বসন্তপুর রিভার ড্রাইভ ইকো পার্কের। শুধু তাই নয়, প্রত্যেকটি ইউনিয়নে ছোট বড় পার্ক গড়ে তুলতে হবে।
কালিগঞ্জ উপজেলাকে মাদকমুক্তকরণের লক্ষ্যে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার নরিম আলী, সাধারণ সম্পাদক ও ইউপি
চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম,
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, এ্যাডঃ জাফরুল্যাহ ইব্রাহিম,
সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন,
শিক্ষক শফিকুল ইসলাম, ইউপি সদস্য শেখ আলাউদ্দীন সোহেল। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু।