সাতক্ষীরায় দুই নারীকে মারপিট

নিজস্ব প্রতিবেদক: সদরের বদ্দীপুর কলোনিতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটছে। এ সময় আহত হয়েছে দুই নারী। আহতরা হলেন বদ্দীপুর পশ্চিমপাড়া এলাকার জিয়াদ গাজীর স্ত্রী ভানু বেগম(৪০) এবং একই এলাকার রহমতুল্লাহ গাজীর মেয়ে শরীফা খাতুন(৫০)। আহত ভানু বেগম ও স্থানীরা জানান বছর খানেক আগে তার বোনের ছেলে জাকির গাড়ী কেনার জন্য তার কাছ থেকে নগদ ১ লক্ষ টাকা ধার নেয়। টাকা ফেরৎ দেয়ার সময় পার হলেও টাকা ফেরৎ দিতে নানা বাহানায় আশ্রয় নেয় সে। এরই মধ্যে জাকির আমার নামে মিথ্য মামলা দিয়ে হেনস্তার চেষ্টা করে। তারা মামলা থেকে মুক্তি দিতে দেড় লক্ষ টাকা দাবি করে। কিন্তু ভানু বেগম তা দিতে অপারকতা প্রকাশ করে। ইতিমধ্যে বিজ্ঞ আদালত উক্ত মামলার বিষয়টি তদন্ত করার জন্য থানায় পাঠায়। এই বিষয়ে সাতক্ষীরা সদর থানার এস আই হানিফ বিষয়টি তদন্ত করার জন্য ৩১ অক্টোবর বিকালে সাতক্ষীরা সদর থানায় বসাবসীর ব্যবস্থা করে।
কিন্তু শনিবার সকাল ১১ টায় পূর্ব পরিকল্পিত ভাবে আমার স্বামীর অনুপস্থিতিতে আমার বাড়ির মধ্যে ঢুকে রহিম গাজীর ছেলে রবিউল ইসলাম, মোকছেদ সরদারের ছেলে জিল্লুর রহমান, জগুর কারিকরের ছেলে গফফার, গফফার কারিকরের ছেলে জাকির, রবিউল ইসলামের স্ত্রী রুমা, সাইন হোসেনের স্ত্রী আসমা, আব্দুর রহিমের স্ত্রী মনজিলা, জিল্লুর হরমানের মেয়ে সুকলাও সুমি এবং ওয়াজেত গং ধারালো দা চাপাতি, লোহার রড, লাঠি দিয়ে আমার উপর হমালা করে বেধড়ক মরপিট করে। এই সময় আমার বাড়িতে থাকা আমার বোন আমাকে বাঁচাতে অসলে সেও গুরুতর আহত হয়। আহতরা বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এই বিষয়ে অভিযুক্ত জাকিরের ব্যক্তিগত ফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। এই ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।