নিষেধাজ্ঞা থেকে ফিরে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে সাকিব

আইসিসি’র নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করলেন সাকিব আল হাসান। করোনাভাইরাসের কারণে লকডাউন থাকায় নিষেধাজ্ঞার এক বছরে মাত্র তিনটি ম্যাচ মিস করেছেন এই অলরাউন্ডার। ফলে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে ফিরতে তাকে বেগ পেতে হয়নি। নিষেধাজ্ঞার আগেও শীর্ষে ছিলেন সাকিব।

গত ২৯ অক্টোবর নিষেধাজ্ঞা থেকে মুক্তি পান সাকিব। এরপর আজ বুধবার প্রথম প্রকাশিত র‌্যাঙ্কিংয়েই শীর্ষস্থান ফিরে পান তিনি। তার রেটিং পয়েন্ট ৩৭৩। দ্বিতীয় স্থানে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। তার রেটিং পয়েন্ট ৩০১। সাকিবের থেকে ৭২ রেটিং পয়েন্ট পিছিয়ে আছেন তিনি। তৃতীয় স্থানে আছেন ইংল্যান্ডের বেন স্টোকস। তার রেটিং পয়েন্ট ২৮১।

আইসিসি’র ওয়ানডে র‍্যাঙ্কিং-

১০) সাকিব আল হাসান (বাংলাদেশ) – ৩৭৩ রেটিং
২) মোহাম্মদ নবী (আফগানিস্তান) – ৩০১ রেটিং
৩) ক্রিস ওকস (ইংল্যান্ড) – ২৮১ রেটিং
৪) বেন স্টোকস (ইংল্যান্ড) – ২৭৬ রেটিং
৫) ইমাদ ওয়াসিম (পাকিস্তান) – ২৭১ রেটিং
৬) কলিন ডি গ্র্যান্ডহোম (নিউজিল্যান্ড) – ২৬৫ রেটিং
৭) রশিদ খান (আফগানিস্তান) – ২৫৩ রেটিং
৮) মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড) – ২৫১ রেটিং
৯) রবীন্দ্র জাদেজা (ভারত) – ২৪৬ রেটিং
১০) শন উইলিয়ামস (জিম্বাবুয়ে) – ২৩৮ রেটিং

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।