সীরাতুন্নবী সা. উপলক্ষে বাংলাদেশ কালচারাল একাডেমির সাংস্কৃতিক প্রতিযোগিতার ফলাফল ও পুরস্কার বিতরণ

মিরাদুলঃঢাকাঃসীরাতুন্নবী সা. উপলক্ষে বাংলাদেশ কালচারাল একাডেমির আয়োজনে শিশু কিশোরদের অংশ গ্রহনে কোরআন তেলাওয়াত, হামদ/না’ত/ইসলামী গান, আবৃত্তি, গল্প বলা সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২০ গত ০৫ নভেম্বর ২০২০ সন্ধ্যা ৬:৩০ মি. অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান- ডিন ফার্মাসি অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়, বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ- সাবেক প্রধান নির্বাচন কমিশনার, উপস্থাপনায় ছিলেন হাসনাত আব্দুল কাদের, স্বাগত বক্তব্য রাখেন জনাব আবেদুর রহমান সেক্রেটারী- বিসিএ। ফলাফল ঘোষণা করেন বিসিএর সভাপতি শরীফ বায়জীদ মাহমুদ। জনাব আ জ ম ওবায়দুল্লাহ, অধ্যাপক সাইফুল্লাহ মানছুর, অধ্যাপক আবু তাহের বেলাল, জনাব তাফাজ্জল হোসেন খান, নাঈম আল ইসলাম মাহিন, শিবলী সোহায়েল , লিটন হাফিজ চৌধুরী, মাও. আবু ইউসুফ চেয়ারম্যান আবাবিল ট্রেডিং এন্ড ফুড প্রডাক্ট লি:, শোয়াইব বিন হাবিব- চট্রগ্রাম। কাওয়ালী পরিবেশন করেন হুব্বে রাসূল কাওয়ালী দল।
বিজয়ী প্রতিযোগীদের তালিকা :
১. কোরআন তেলাওয়াত :
সামিহা ফাইরোজ (কোরআন তেলাওয়াতে ১ম স্থান অধিকারী)।
জিনান সরকার (কোরআন তেলাওয়াতে ২য় স্থান অধিকারী)।
তাওহীদুল ইসলাম (কোরআন তেলাওয়াতে ৩য় স্থান অধিকারী)।

২. হামদ্/না’ত/ইসলামী গান ক গ্রæপ:
জাহিন ইকবাল (১ম স্থান অধিকারী)।
শাহরিকা মেহজাবিন তমা (২য় স্থান অধিকারী)।
নুসরাত জাহান নিশাত (৩য় স্থান অধিকারীনি) ।

৩. হামদ্/না’ত/ইসলামী গান খ গ্রæপ:
কাজী শোয়াইব হোসাইন (১ম স্থান অধিকারী)
সাকিব আল হাসান সাইফ (২য় স্থান অধিকারী)
বি.এম. ইরফানুল হক (৩য় স্থান অধিকারী)।

৪. গল্প বলা :
আরিবা আফশিন (১ম স্থান অধিকারী)।
আব্দুল্লাহ নাজিল (২য় স্থান অধিকারী)।
সামিহা জামান (৩য় স্থান অধিকারী)।

Check Also

খেজুর রস খেতে গিয়ে ফরিদপুরে প্রাণ গেল নারায়ণগঞ্জের ৫ জনের

খেজুরের রস খেতে নারায়ণগঞ্জ থেকে ফরিদপুর গিয়েছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের ভূঁইয়াপাড়া এলাকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।