ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ভোট দিতে যাননি শতকরা ৮৬ জন ভোটার!

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ভোট পড়েছে মাত্র ১৪.১৮ শতাংশ। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৭৭ হাজার ১৮৮ জন, এর মধ্যে মোট ভোট পড়েছে মাত্র ৮১ হাজার ৮১৮ ভোট। অর্থাৎ, ভোট দিতে যাননি ৮৬ শতাংশ নাগরিক।

বৃহস্পতিবার রাতে ঢাকা-১৮ আসনে উপনির্বাচনে মাত্র ৭৫ হাজার ৮২০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী হাবিব হাসান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এসএম জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ৫ হাজার ৩৬৯ ভোট।

রিটার্নিং অফিসার জিএম সাহাতাব উদ্দিন স্বাক্ষরিত ফলাফলে আরও জানা যায়, নির্বাচনে জাতীয় পার্টির নাসির উদ্দিন সরকার পেয়েছেন ৩২৫ ভোট, মাছ মার্কা নিয়ে গণফ্রন্ট থেকে কাজী মো. শহীদুল্লাহ পেয়েছেন ১২৬, ডাব মার্কা নিয়ে উমর ফারুক নামে বাংলাদেশ কংগ্রেস প্রার্থী পেয়েছেন ৯১ ভোট। এছাড়া মুহিবউল্লা বাহার (পিডিপি) বাঘ মার্কা নিয়ে পেয়েছেন ৮৭টি ভোট। মোট ভোট পড়েছে মাত্র ৮১ হাজার ৮১৮ ভোট।

Check Also

গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু ‘হত্যাকাণ্ড’

প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।