তালায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মোঃ আকবর হোসেন, তালাঃ  সাতক্ষীরার তালায় ঢাকাগামী (ঢাকা মেট্টো-ব-১১-১১৪৬) আরএম পরিবহনের চাঁপায় মাহাবুব রহমান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত মাহাবুব তালা উপজেলার মুড়াকলিয়া গ্রামের কোহিনুর রহমানের ছেলে। শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তেঁতুলিয়া ইউনিয়নের মদনপুরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী পারভেজ জানান,  শুক্রবার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে, রাত সাড়ে ৯টার দিকে মদনপুর বাজারের পাশে  ঢাকাগামী আরএম পরিবহনের সাথে  মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মাহাবুব পরিবহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, দুর্ঘটনার পরপরই আরএম পরিবহনের চালক পালিয়ে যায়। হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহসহ তার ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধারসহ ঘাতক পরিবহনটি জব্দ করেছে।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।