নতুন মৃত্যু ২১, শনাক্ত ২১৩৯

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরো ২১ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২১৫ জনে। এছাড়া, নতুন করে ২ হাজার ১৩৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪ লাখ ৩৪ হাজার ৪৭২ জনে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি ১১৬ ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬ হাজার ২১৮টি এবং পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৭৬৮টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২৫ লাখ ৫৬ হাজার ৯৬২টি।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৭ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৬ দশমিক ৯৯ শতাংশ।

নতুন যে ২১ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৫ এবং নারী ছয়জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪ হাজার ৭৮৩ জন বা ৭৬ দশমিক ৯৬ শতাংশ এবং নারী এক হাজার ৪৩২ জন বা ২৩ দশমিক ০৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৩ শতাংশ।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৬০৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৫১ হাজার ১৪৬ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমকি ৮২ শতাংশ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

বিশ্ব পরিস্থিতি

করোনাভাইরাসে বিশ্বব্যাপী সোমবার পর্যন্ত নিশ্চিত আক্রান্তের সংখ্যা পাঁচ কোটি ৪০ লাখ ছাড়িয়েছে এবং মোট মারা গেছেন ১৩ লাখ ১৬ হাজার ৫০২ জন।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন পাঁচ কোটি ৪৩ লাখ ২৬ হাজার ২১১ জন।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় এখনও রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত দুই লাখ ৪৬ হাজার ২০৬ জন মারা গেছেন এবং আক্রান্তের সংখ্যা রবিবার এক কোটি ১০ লাখের মাইলফলক অতিক্রম করেছে।

যুক্তরাষ্ট্র এক কোটি কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা অতিক্রম করে ৮ নভেম্বর। দেশটিতে গত ১১ দিন ধরে টানা প্রতিদিন এক লাখের বেশি রোগী শনাক্ত হচ্ছে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয় জানায়, সাত দিনে নতুন আক্রান্তের গড় সংখ্যা রবিবার এক লাখ ৪৫ হাজারে দাঁড়িয়েছে। অর্থাৎ, যুক্তরাষ্ট্রে এক সপ্তাহে নতুন ১০ লাখ রোগী যুক্ত হয়েছে। আর রবিবার পর্যন্ত দৈনিক গড় মৃত্যু ৮২০ জন। দুই সপ্তাহের মধ্যে এটি বেড়েছে ৩৩ শতাংশ।

ব্রাজিলে কোভিড-১৯-এ মৃতের সংখ্যা রবিবার এক লাখ ৬৫ হাজার ৭৯৮ জনে উন্নীত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বশেষ ২৪ ঘণ্টায় ৯২১ জন মারা যাওয়ার তথ্য দিয়েছে।

লাতিন আমেরিকার দেশটিতে নতুন করে কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৩০৭ জন। যার ফলে দেশজুড়ে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ লাখ ৬৩ হাজার ৯৩ জনে।

রোগীর সংখ্যায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে আজ সকাল পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা হলো ৮৮ লাখ ১৪ হাজার ৫৭৯ জন। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন এক লাখ ২৯ হাজার ৬৩৫ জন, যা বিশ্বের মাঝে তৃতীয় সর্বোচ্চ।

চতুর্থ সর্বোচ্চ ৯৮ হাজার ২৫৯ রোগী মারা গেছেন মেক্সিকোতে। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত রোগী ১০ লাখ তিন হাজার ২৫৩ জন, যা বিশ্বে ১১তম সর্বোচ্চ।

মৃত্যের দিক দিয়ে পঞ্চম অবস্থানে থাকা যুক্তরাজ্যে এ সংখ্যাটি দাঁড়িয়েছে ৫১ হাজার ৮৫৮ জনে। সেখানে বিশ্বের সপ্তম সর্বোচ্চ ১৩ লাখ ৪৭ হাজার ৯২২ রোগী এ পর্যন্ত শনাক্ত হয়েছে।

Check Also

৩০ জুলাই পর্যন্ত অনেক দল সিদ্ধান্ত নিতে পারেনি, সংগ্রামে যুক্ত হবে কি না: সারজিস আলম

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।