সাতক্ষীরায় হাত, পা ও   কোমরে রশি বেধে উপুড় করে এক শিশুকে মাদ্রাসায় ভর্তি করতে নিয়ে যাওয়ার দৃশ্য( ভিডিও)

আবু সাইদ বিশ্বাস: ক্রাইমবার্তাতা রিপোট: সাতক্ষীরা: হাত, পা ও   কোমরে বেধে উপুড় করে এক শিশুকে নিয়ে যাওয়া হচ্ছে । আজ সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা শহরের চায়না বাংলা সড়কের সামনে এমন দৃশ্য দেখে উৎসক জনতা ইজিবাইক চালককে গতিরোধ করে।  ইজিবাইক চালক জানান,এটা তার ছেলে। বাড়িতে পড়া লেখা করছে না। জালাতোন করছে। তিনি   জানান,  কওমি মাদ্রাসায় ভর্তি করতে নিয়ে যাচ্ছি। এসময় ইজিবাইকে এক মহিলও ছিল। তিনি নাকি শিশুটির মা। শিশুটির চিৎকার করতে থাকে। বলে আমি মাদ্রাসায় যাবনা। তাদের কারোর পরিচয় জানা যায়নি। তবে ইজিবাইকে বসা মহিলা সৎমা বলে জানান কেউ কেউ

https://www.youtube.com/watch?v=Qn3fwFMCIKw

 

 

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।