সিলেটের কুমারগাঁও পাওয়ার গ্রিডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে সিলেট। সর্বশেষ তথ্য অনুযায়ী আগুন নিয়ন্ত্রণের এনেছে ফায়ার সার্ভিস। নিয়ন্ত্রণে আনতে কাজ করে ৮টি ইউনিট। জানা যায়, সকাল ১১টা ৫মিনিটে আগুনের সুত্রপাত হয়। কর্মকর্তারা জানান, আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। এখানে ৮ থেকে ১০টি ট্রান্সফার্মার রয়েছে। ট্রান্সফার্মারের পাশাপাশি অনেক কিছুই পুড়ে গেছে।
এটি ৩৩ কেভির বিদ্যুৎ কেন্দ্র। আগুনের তোড়ে গ্রিডের বিভিন্ন যন্ত্রাংশ বিস্ফোরণ হয়। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।