সুন্দরবনে চোরা মেঘনা নদীতে ৪০ কেজি কাঁকড়া অবমুক্ত করলো বন বিভাগ

বন বিভাগ পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গহিনে চোরা মেঘনা নদীতে কাঁকড়া অবমুক্ত করেছেন। বুধবার দুপুর ১২ টার দিকে সুন্দরবন স্মার্ট পেট্রল টিমের দলপতি (এসও) মোবারক হোসেনের নেতৃত্বে কাঁকড়া অবমুক্ত করা হয়।

সাতক্ষীরা সহকারি রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এম এ হাসান এবিষয়ে বলেন, সুন্দরবন নিরাপত্তা টহল দেওয়ার সময় চোরা মেঘনা নদীতে জেলেরা অবৈধভাবে কাঁকড়া আহরন করার সময় অভিযান চালিয়ে ১ টি নৌকা ও বড়শিসহ ৪০ কেজি কাঁকড়া জব্দ করা হয়।

এসময় আহরিত কাঁকড়া চোরা মেঘনা নদীতে অবমুক্ত করা হয়। তবে, কোন জেলেকে আটক করা সম্ভব হয় নি তিনি জানান।

সুন্দরবন, হাইলাইটস
বন বিভাগ পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গহিনে চোরা মেঘনা নদীতে কাঁকড়া অবমুক্ত করেছেন। বুধবার দুপুর ১২ টার দিকে সুন্দরবন স্মার্ট পেট্রল টিমের দলপতি (এসও) মোবারক হোসেনের নেতৃত্বে কাঁকড়া অবমুক্ত করা হয়।

সাতক্ষীরা সহকারি রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এম এ হাসান এবিষয়ে বলেন, সুন্দরবন নিরাপত্তা টহল দেওয়ার সময় চোরা মেঘনা নদীতে জেলেরা অবৈধভাবে কাঁকড়া আহরন করার সময় অভিযান চালিয়ে ১ টি নৌকা ও বড়শিসহ ৪০ কেজি কাঁকড়া জব্দ করা হয়।

এসময় আহরিত কাঁকড়া চোরা মেঘনা নদীতে অবমুক্ত করা হয়। তবে, কোন জেলেকে আটক করা সম্ভব হয় নি তিনি জানান।

Check Also

আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি সদর ইউনিয়নের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।