শ্যামনগরে চেয়ারম্যানের উপর হামলায় ১২ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ক্রাইমবাতা রিপোট:  শ্যামনগর:
শ্যামনগর উপজেলায় ৫ নং কৈখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের উপরে সন্ত্রাসী হামলায় ঘটনায় শ্যামনগর থানায় মামলা হয়েছে। গত মঙ্গলবার ভুক্তভোগী শেখ আব্দুর রহিম ওই ইউনিয়নের ১২ আওয়ামী লীগ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা করেছেন।

আসামীরা হলেন- কৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম, ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি বাবলু মোল্যা সহ একই ইউনিয়নের আব্দুল লতিফ, ফজলু মোল্যা, আবুল কালাম, আবু দাউদ সরদার, শাহিনুর সরদার, আবু বক্কার, আব্দুর রশিদ মোল্যা, সোহাগ হোসেন, আজিজুল ইসলাম ও সলেমান সরদার।

মামলা সূত্রমতে, বিভিন্ন মামলা সংক্রান্ত বিষয় নিয়ে আসামীদের সাথে চেয়ারম্যান আব্দুর রহিমের দীর্ঘদিনের পূর্ব শত্রুতা চলছে। ফলশ্রুতিতে গত ১৫ নভেম্বর সন্ধ্যার দিকে ইউনিয়ন পরিষদের নিজস্ব কক্ষে কাজ করাকালীন আসামীরা বোরখা পরে দলবদ্ধভাবে আগ্নেয়াস্ত্র ও চাইনিজ কুড়াল নিয়ে হামলা করে। এতে চেয়ারম্যান ঘটনাস্থলে গুরুতর আহত হয়। স্থানীয়দের ডাক চিৎকারে সন্ত্রাসীরা মোটর সাইকেল যোগে ঘটনাস্থল ত্যাগ করে।

দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক চৌধুরী উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে (সামেক) প্রেরণ করেন। শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা মামলার সত্যতা নিশ্চিত করে বলেন- আসামীদের পাকড়াবার চেষ্টা অব্যাহত আছে।

Check Also

আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সভাপতি-অধ্যাপক শাহজাহান,সেক্রেটারী বোরহান উদ্দীন মনোনীত এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আশাশুনি উপজেলার দ্বি-বার্ষিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।