মুজিবর রহমান, পাটকেলঘাটা: মার্চে ইউপি নির্বাচনের খবরে সারা দেশের ন্যায় সাতক্ষীরা জেলার তালা উপজেলায় তৃণমুল পর্যায়ে নেতাকর্মীরা নড়ে চড়ে বসতে শুরু করেছে। তালা উপজেলার এতিহ্যবাহী ৩নং সরুলিয়া ইউনিয়নে ইউপি নির্বাচনে দু’দলেই প্রার্থী তালিকায় তারুণ্যের ছড়াছড়ি দেখা যাচ্ছে। বড় দুদলে প্রার্থী জট চরমভাবে পরিলক্ষিত হচ্ছে। কে হচ্ছেন নৌকার মাঝি আবার কে হচ্ছেন ধানের শীষের কান্ডারী তা নিয়ে চলছে জল্পনা কল্পনা।

ইউনিয়নের হাটবাজার চায়ের দোকানে চলছে নির্বাচনী আলোচনা। নির্বাচনী বার্তা নিয়ে সকল দলের প্রার্থীরা মাঠ পর্যায়ে গনসংযোগ উঠোন বৈঠক মতবিনিময় সভা শুরু করেছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকার দলীয় সমর্থক ও বিএনপি সমর্থিত প্রার্থীর ছড়াছড়িতে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের মাঝে চাঙ্গাভাব পরিলক্ষিত হচ্ছে। দলীয় মনোনয়নসহ ভোটারদের মন জয় করতে অনেকে মোটরসাইকেল শোডাউনসহ নানা কর্মকান্ড পরিচালনা করছেন। উপজেলা জুড়ে চলছে নির্বাচনী আমেজ দলের দুঃসময়ে যাদের মাঠে ময়দানে দেখা যায়নি সে সকল হাইব্রিড নেতাদেরকেও মনোনয়ন দৌড়ে লবিং করতে দেখা যাচ্ছে। প্রার্থী হতে নিজেদের অতীত কর্মকান্ড ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মাঠ পর্যায়ে গণসংযোগ অব্যাহত রেখেছেন। প্রার্থীদের বিলবোর্ড, পোস্টার, ব্যানার, লিফলেট, ফেস্টুনে ইউনিয়নের বিভিন্ন গুরুত্ব পূর্ন স্থান হাট বাজারে শোভা পাচ্ছে।

 

রাজনৈতিক দলীয় একাধিক সুত্রে জানা গেছে, মনোনয়ন দৌড়ে মাঠ পর্যায়ে যাদের নাম জোরে শোরে শোনা যাচ্ছে তারা হলেন সরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনিয়ন থেকে বার বার নির্বাচিত চেয়ারম্যান মো. মতিয়ার রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, তালা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শিক্ষক শেখ আব্দুল হাই, শিক্ষক নেতা আব্দুর রব পলাশ, তালা উপজেলা কৃষকলীগের সাবেক সদস্য সচিব প্রভাষক আমিনুজ্জামান,তালা উপজেলা কৃষকলীগের সদস্য সচিব কুমার ইন্দ্রজিৎ সাধু, তালা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সুমন, বিএনপি সরুলিয়া ইউনিয়ন শাখার সভাপতি রাশেদুল হক রাজু, বিএনপি নেতা সাবেক ইউপি সদস্য মুজিবর রহমান, তালা উপজেলা যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা হাফিজুর রহমান , তালা উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মামুনুর রহমান, বিএনপি নেতা শেখ নজিবুর রহমান, সাংবাদিক কামরুল ইসলাম। তালা উপজেলা জাতীয়পাটির সাধারন সম্পাদক এসএম আলাউদ্দীন নির্বাচন করবেন বলে জানা গেছে। তবে জামায়াত, জাসদ ও ওয়ার্কার্স পার্টির কোন প্রার্থীকে গণসংযোগ করতে দেখা যাচ্ছে। ঐতিহ্যবাহী সরুলিয়া ইউনিয়ন ভোটার সংখ্যা ২৭৮৫৭ জন, এদের মধ্যে পুরুষ ১৩ হাজার ৯২১ ও মহিলা ভোটার ১৩ হাজার ৯৩৬ জন। ২০১৬ সালের ২২ মার্চ নির্বাচনে তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নে মো. মতিয়ার রহমান নৌকা প্রতীকে ৯১৩১ ভোট পেয়ে বিজয়ী হন, বিএনপি নেতা সরদার মুজিবর রহমান ধানের শীষ প্রতীকে ৫৯৭০ ভোট, জাতীয়পার্টির নেতা এসএম আলাউদ্দীন ১৪৮৫, জামায়াত নেতা প্রভাষক গাজী সুজায়েত আলী ২৭৭৩ ও রাশেদুল হক রাজু ২৪৪ ভোট পান।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।